Bohudur Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
আরও দূর
বহু দূর,
আরও দূর
বহু দূর
আমি
চলেছি একা
এ রাজপথে
ঘুম ভাঙ্গানোর,
সুর নিয়ে
কেন?
ওরা আমায়,
বেধে ফেলে
জখম করে
অবুঝ হয়ে
আমি চাঁদের পানে এইখানে
বসে আছি আনমনে
আমি চাঁদের পানে এইখানে
আমার যেতে হবেঃ
আরও দূর
বহু দূর,
আরও দূর
বহু দূর
আমার দ্বিধায় যে ‘ওরা’ বাস করে
সঙ্কোচে যে কি ভয় ধরে
সত্যে অটল থাকলে ওরা
কি করবে আর?
আপন পথটি খুঁজে নিয়ে চল
ওদের কথায় কি হয় বল?
শান্তি যদি পায় ওরা তবে পাক
বাধা গুলো থেকে শিখে নাও কিছু
সামনে এগোও তাকিও না পিছু
তোমায় যে যেতে হবেঃ
আরও দূর
বহু দূর
আরও দূর
বহু দূর
আরও দূর
বহু দূর