Neel Akash (Live) Lyrics
- Genre:Pop
- Year of Release:2022
Lyrics
এই নীল আকাশের নিচে
তোমাকেই আমি খুঁজে পেয়েছি
চেয়ে দেখো তোমার দুচোখে
ওই চোখে প্রথম চেয়েছি
এই নীল আকাশ
এইযে বাতাস
এখানে তোমার ছবি এঁকেছি
তুমি আমার
শুধুই আমার
তোমায় নিয়ে গান আমি গেয়েছি
তুমি আমার
শুধুই আমার
তোমায় নিয়ে গান আমি গেয়েছি
লা লা লা লা
তোমার জন্য নদীর ধারে
ফুটে থাকা বুনো ঘাসফুলে
কত প্রজাপতি উড়ে বেড়ায়
এই শান্ত নদীর দুকূলে
এ গানের সুর নদীর জলে
পার ভাঙ্গা কত ঢেউ তোলে
সে ঢেউয়ে ভেসে, একটু হেসে
তুমিও যাবে সাগর জলে
সে ঢেউয়ে ভেসে, একটু হেসে
তুমিও যাবে সাগর জলে
লা লা লা লা
এই নীল আকাশের নিচে
নেই তুমি নেই আমার পাশে
চেয়ে দেখো তোমার দুচোখে
কালো কালো মেঘ সেই সে আকাশে
মেঘ ভেসে যায় মেঘের ভেলায়
মেঘ আড়ালে সূর্য আসে
এমনি করে দুদিন পড়ে
আমার আকাশে নতুন সূর্য আসে
এমনি করে দুদিন পড়ে
আমার আকাশে নতুন সূর্য আসে