Miche Michi (Live) Lyrics
- Genre:Pop
- Year of Release:2022
Lyrics
মিছে মিছি ভাবনা শীতল সে তাড়না
উষ্ণতা প্রয়োজন এখন
তালে তালে নেচে যায়
গানে গানে বলে যায়
আমার আঁধার ও স্বপন
ঘৃণা তুমি কোরোনা
বাসনায় হারাবে যখন
ভালো লাগা নেই হাতে
মিতে করো তার সাথে
মিছে কথা নেই যে প্রয়োজন
প্রয়োজন
প্রয়োজন
আমার এ ভালো গানের
হয়তো কোন নেই মানে
নিরীক্ষা করো যা কিছু আপন
ভালোবেসে গেয়ে যাই
ভালো লাগে তাইতো ভাই
আমি তুমি আরও কতজন
কতজন
কতজন
এইটুকুনই কথা থাক
প্রাণে প্রাণে বেজে যাক
ভেসে যাক নেই যা প্রয়োজন
শীতল আর উষ্ণতে
কখনো যখন মিল ঘটে
শান্ত হয় অস্থির এই মন
এই মন
এই মন
সময়ের নদীতে ঢেউ ছাড়া প্রবাহতে
মিশে যায় মনেরই বাধন
শান্তি মেলা শক্ত তাই, সুখে থাকতে দূর হটাই
মিছে মিছি ভাবনা তখন
তখন
তখন
কতজন
প্রয়োজন
এই মন
এই মন
কতজন
প্রয়োজন