Ghum (Nei Chokhe) (feat. Ashfaqul Alam) Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
ঘুম নেই চোখে
রাত্রি জেগে রই
একসাথে
নির্জনে
রাত জাগা একটি পাখি
হঠাৎ করে ডাকাডাকি
ভয় কোরোনা আছি আমি পাশে
মন চায় শুধুই বলে যেতে
না পাওয়ার দুখে আজ না মেতে
সব পাওয়ার সম্ভাবনার সুখে
সব পাওয়ার সম্ভাবনার সুখে
সব পাওয়ার সম্ভাবনার সুখে
ঘুম নেই চোখে নেই চোখে
ঘুম নেই চোখে নেই চোখে
নেই চোখে
লাগে একটু
ভয় ভয়
এ রাত্রি যদিও
শেষ হয়
আজ আকাশে যত তারা
সাক্ষী তারা ছন্নছাড়া
ভাবনাগুলো আমায় ডেকে বলে
একটু পড়েই শেষ হবে রাত
পড়বে মনে হয়তো হঠাৎ
এই একটা রাত থাকুক অমর হয়ে
এই একটা রাত থাকুক অমর হয়ে
এই একটা রাত থাকুক অমর হয়ে
ঘুম নেই চোখে নেই চোখে
ঘুম নেই চোখে নেই চোখে
নেই চোখে