Shopno Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
হয়তো আমার বরফ জমা চোখ উৎসবে
সমান্তরাল পৃথিবী যেভাবে জেগে ওঠে
জেগে ওঠে এক ঝলক অসীম মোহে
নজরবন্দি ঘোলাটে ডাকছো আমায়
বলেছো যা সবই যে মায়া
কিছু যে রয় না বলা কথা
বলেছো যা সবই যে মায়া
কিছু যে রয় না বলা কথা
যখন স্বপ্ন দেখি, তোমায় স্বপ্ন দেখি
ঘিরে রাখি, তোমার শব্দের মাঝে নিজেকে
হয়তো ছিলো মেঘাচ্ছন্ন মেঘালয়
তুমি এলে বদলে যায় কল্পনা
জন্ম নেয় আমার শরীর আমার গহীনে
নজরবন্দি ঘোলাটে যখনই ডাকছো আমায়
বলেছো যা সবই যে মায়া
কিছু যে রয় কথা
সাদা কালো তুমি সাদা কালো
না জানা অনুভূতি অপেক্ষার
তুমি সাদা কালো, সাদা কালো
অদৃশ্য তুমি অদৃশ্যই রবে
স্বপ্ন দেখি, তোমায় স্বপ্ন দেখি
ঘিরে রাখি, তোমার শব্দের মাঝে নিজেকে
সাদা কালো, সাদা কালো
জানিনা আসবে কখনও
সাদা কালো, সাদা কালো
জানিনা আসবে কী কখনও