Shada Ghora Lyrics
- Genre:Rock
- Year of Release:2022
Lyrics
যদি সাদা ঘোড়া ডানা দুটি মেলে রয়
একটু আলো ছায়া মোহ মায়া বোধদয়
স্বপ্ন আকাশ ধূসর ক্যানভাসে
এলোমেলো অগোছালো খুঁজে তোমায়
কখনো আমি শুন্য নীলে যাই
তখনো আবছা অন্ধকারে তাই
যখনি নীহারিকা হও কী তুমি
পেয়ে আলোতে হারাই
আমি হারিয়ে উড়ে যাই চোখেরই সীমানায়
রঙধনু রং মেলে সাত রং ঘুড়িতে
কবিতা রূপকথায় ভিনগ্রহে নিরুপায়
যদি হীরামন মনটা দুঃখী করে রয়
কার অরণ্য মনে অভিমানী অভিনয়
ময়ূরকণ্ঠী নীল আকাশে
কাজল চোখের ভাষা মিশে জোছনায়
আবারো পড়েছি প্রেমে সেধে গেছি হায়
তোমাকে ইমনের কোন অক্টেভে সাজাই
অচোনা বুনো পাহাড়ি ফুল কী তুমি
রোদের আদরে হারাই
আমি হারিয়ে উড়ে যাই চোখেরই সীমানায়
রঙধনু রং মেলে সাত রং ঘুড়িতে
কবিতা রূপকথায় ভিনগ্রহে নিরুপায় ও ও ও
আমি মেঘদলে মহাকাল অবুঝ মায়াজালে
একটু আকটু রঙধনুতে ভিজে রংতুলিতে
গহীনে শব্দজাল ভাবনাতে কবিয়াল
তুমি আমি আমি তুমি কোরাসে
আমি হারিয়ে উড়ে যাই চোখেরই সীমানায়
রঙধনু রং মেলে সাত রং ঘুড়িতে
কবিতা রূপকথায় ভিনগ্রহে নিরুপায়
আমি হারিয়ে উড়ে যাই চোখেরই সীমানায়
রঙধনু রং মেলে কবিতা রূপকথায়
ভিনগ্রহে ও ভিনগ্রহে নিরুপায়
যদি সাদাঘোড়া