Osprissho Lyrics
- Genre:Blues
- Year of Release:2023
Lyrics
কাছে নেই, কিন্তু আছোতো কাছেই
হয়তো আছে একাকীত্ব
কাছে নেই, হয়তো আছে নীরবতা
হয়তো আছে দূরত্বে আমার
হয়তো নেই কোনো ছোঁয়া
হয়তো আছে অস্তিত্ব তোমার
চাইলেও পাইনা ছুঁতে তোমায়
পেতেও চাই না স্পর্শ তোমার
ভাঙ্গা মনকে বোঝাই, বোঝাই আমি
ও আমি, নও তুমি
অস্পৃশ্য
তোমার মাঝে আমি শুধাই
আমার মাঝে খুজে না পাই
তোমাতে আমি হারায়ে খুজি
তুমি আমাতে খুজে বেড়াও
তোমার মাঝে আমি শুধাই
আমার মাঝে খুজে না পাই
তোমাতে আমি হারায়ে খুজি
তুমি আমাতে খুজে বেড়াও
অস্পৃশ্য, অদৃশ্য আলোছায়ায়
চেতনার অবচেতনের মরিচীকায়
থাকা আর না থাকার আশাহীনতায়
হাসি কান্না আর বেদনার অমোঘ ছায়ায়
তোমার মাঝে আমি শুধাই
আমার মাঝে খুজে না পাই
তোমাতে আমি হারায়ে খুজি
তুমি আমাতে খুজে বেড়াও
তোমার মাঝে আমি শুধাই
আমার মাঝে খুজে না পাই
তোমাতে আমি হারায়ে খুজি
তুমি আমাতে খুজে বেড়াও
অস্পৃশ্য