Puja Lyrics
- Genre:Folk
- Year of Release:2004
Lyrics
তোমারই হাত ধরে
ঘুরব আজ আমি
পড়েছি কতকিছু
জামা কাপড় দামি দামি
ওরে ও কুসুমকলি
চল নেই পুজোর ধুলি
চল যাই মায়ের কাছে
মনের আশা পূর্ণ করি
বছর ঘুরে মন মাতিয়ে
এলো পুজা এলোরে
পুজার ই আনন্দে
মন শুধু নাচে রে
তোমার আমার মন রাঙিয়ে
এলো পুজা এলো রে
জীবনটা সাজাবো আজ নতুন কোন সাজেরে
এত দিন পরে বুঝলাম আমি
জীবনের মজা কারে বলেরে বলে
আমি যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না বাড়ি ফিরে যাব না
বসেছে আজ খুশীর মেলা
আনন্দে মন মাতোয়ারা
চল যাই ঢাকেশ্বরী
দুর্গা মায়ের পুজো করি
চলনা কুসুমকলি
চরকাতে উঠে পড়ি
বেহিসাবি হয়ে ঘুরে
আমি বুঝি মরি মরি
বছর ঘুরে মন মাতিয়ে
এলো পুজা এলোরে
পুজার ই আনন্দে
মন শুধু নাচে রে
তোমার আমার মন রাঙিয়ে
এলো পুজা এলো রে
জীবনটা সাজাবো আজ নতুন কোন সাজেরে
এত দিন পরে বুঝলাম আমি
জীবনের মজা কারে বলেরে বলে
আমি যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না বাড়ি ফিরে যাব না
দুর্গা মাকে দূরে ঠেলে
কার্তিকের ই নির্ঞ্জনে
লক্ষী পুজা লক্ষী হয়ে
আসবে তুমি আমারই ঘরে
এমন খুশিরও দিনে
কথা দে তুই আমারে
সঙ্গী হয়ে রবি
আজীবন আমার পাশে
ভালবেসে সখি
ভুলে তুই যাসনা আমারে
মনটা নেচে ওঠে
পুজারই এই লগনে
এত দিন পরে বুঝলাম আমি
জীবনের মজা কারে বলেরে বলে
আমি যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না বাড়ি ফিরে যাব নারে
যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না বাড়ি ফিরে যাব নারে
যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না বাড়ি ফিরে যাব না
রঙেরই মেলা আরে তুই খেলে যা
যত পার পেট পুরে মিষ্টি খা
শুকিয়ে গেছে আরে বুকেরই ঘাম
আরে না রে না রে না আমি বাড়ি যাব না
বুড়া নাচে বুড়ি নাচে
আমি নাচি রে
সঙ্গে আছে ছোট ছোট কুটুমনি রে
সূর্য পালাল বুঝি গগন কোনে
আরে বাড়ি ফেরার সময় এল হৃদয় কোনে
আমি যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না, যাব না যাব না
আমি যাব না যাব না বাড়ি ফিরে যাব নারে
যাব না যাব না বাড়ি ফিরে যাব নারে
যাব না যাব না বাড়ি ফিরে যাব নারে
যাব না যাব না
আরে না রে না রে না রে আমি বাড়ি যাব না
তোমারই হাত ধরে
ঘুরব আজ আমি
পড়েছি কতকিছু
জামা কাপড় দামি দামি
ওরে ও কুসুমকলি
চল নেই পুজোর ধুলি
চল যাই মায়ের কাছে
মনের আশা পূর্ণ করি
বছর ঘুরে মন মাতিয়ে
এলো পুজা এলোরে
পুজার ই আনন্দে
মন শুধু নাচে রে
তোমার আমার মন রাঙিয়ে
এলো পুজা এলো রে
জীবনটা সাজাবো আজ নতুন কোন সাজেরে
এত দিন পরে বুঝলাম আমি
জীবনের মজা কারে বলেরে বলে
আমি যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না বাড়ি ফিরে যাব না
বসেছে আজ খুশীর মেলা
আনন্দে মন মাতোয়ারা
চল যাই ঢাকেশ্বরী
দুর্গা মায়ের পুজো করি
চলনা কুসুমকলি
চরকাতে উঠে পড়ি
বেহিসাবি হয়ে ঘুরে
আমি বুঝি মরি মরি
বছর ঘুরে মন মাতিয়ে
এলো পুজা এলোরে
পুজার ই আনন্দে
মন শুধু নাচে রে
তোমার আমার মন রাঙিয়ে
এলো পুজা এলো রে
জীবনটা সাজাবো আজ নতুন কোন সাজেরে
এত দিন পরে বুঝলাম আমি
জীবনের মজা কারে বলেরে বলে
আমি যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না বাড়ি ফিরে যাব না
দুর্গা মাকে দূরে ঠেলে
কার্তিকের ই নির্ঞ্জনে
লক্ষী পুজা লক্ষী হয়ে
আসবে তুমি আমারই ঘরে
এমন খুশিরও দিনে
কথা দে তুই আমারে
সঙ্গী হয়ে রবি
আজীবন আমার পাশে
ভালবেসে সখি
ভুলে তুই যাসনা আমারে
মনটা নেচে ওঠে
পুজারই এই লগনে
এত দিন পরে বুঝলাম আমি
জীবনের মজা কারে বলেরে বলে
আমি যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না বাড়ি ফিরে যাব নারে
যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না বাড়ি ফিরে যাব নারে
যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না বাড়ি ফিরে যাব না
রঙেরই মেলা আরে তুই খেলে যা
যত পার পেট পুরে মিষ্টি খা
শুকিয়ে গেছে আরে বুকেরই ঘাম
আরে না রে না রে না আমি বাড়ি যাব না
বুড়া নাচে বুড়ি নাচে
আমি নাচি রে
সঙ্গে আছে ছোট ছোট কুটুমনি রে
সূর্য পালাল বুঝি গগন কোনে
আরে বাড়ি ফেরার সময় এল হৃদয় কোনে
আমি যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না বাড়ি ফিরে যাব না
যাব না যাব না, যাব না যাব না
আমি যাব না যাব না বাড়ি ফিরে যাব নারে
যাব না যাব না বাড়ি ফিরে যাব নারে
যাব না যাব না বাড়ি ফিরে যাব নারে
যাব না যাব না
আরে না রে না রে না রে আমি বাড়ি যাব না