
Reshmi Churi Nil Ghuri Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
বাতাসে ধরে নেশা
ধরে যে তুফান
তুফানের খবরে নতুনেরই টান
নতুন মানে সুখের গান
দুঃখের অবসান
তালপাতার বাঁশিতে ধরে সুখের টান।
তাইরে নাইরে নাইরে নাই
গাই সুখের গান
তাকধুমাধুম তালেরই সুখের আহবান ।।
আহা! কি নদীর জলে
ঢেউয়ে কলোতাল
হেয়ো রে গান ধরে উদাস মাঝির প্রাণ
মনডা মিঠাই সব যে খাই
সাথে খাই খিলি পান
রেশমী চুড়ি নীল ঘুড়ির গল্প অফুরান
তাইরে নাইরে নাইরে নাই
গাই সুখের গান
তাকধুমাধুম তালেরই সুখের আহবান ।।