
Jodi Aj Kachhe Asho Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
যদি আজ কাছে আসো
যদি রাখো ভালোবাসায়
জেনে রেখো বিষাদ আমার
উড়িয়ে দেবো হাওয়ায় হাওয়ায়।
এই মরুপাথর প্রহরে
যদি ভেসে আসে শ্রাবণ
তুমি বৃষ্টির কবিতায়
কিছু সুখের কথা দাও
বর্ষায় এনে দাও
উদাস জানালায়।
জীবনের আঁধার গল্প
যদি হয় আলোয় রঙিন
দুটি চোখের ইশারায়
যদি তুমি কখনও
ভোরের পাখিদের ফেরাও নীলিমায়।