
Ontorer Shukh Tumi ft. Raghab Chatterjee Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
অন্তরের সুখ তুমি,অন্তরের আকাশে
সুখের নীহারিকা নাম
অন্তরের সুখ তুমি,অন্তরে আছো যে
তাইতো তুমি প্রিয় নাম।
আমি হাজার ফুলে গাঁথা
ভালবাসার কথা
তোমার কাছে জানালাম
ও তুমি আজও আমার চোখে
সবুজ বিকেল বেলা
নিঝুম জ্বোনাক জ্বলা গ্রাম।
তুমি যতো দুরের ছায়াপথেই থাকো
দু'চোখের তারায় রেখো
এই সুহাস পাখীর মন,আছে যেখানে
সেখানে মন হারালাম।।
এই মনটা যে এমন কেন
মনের দেখা পেলে
দুঃখের দীঘল হিসাব ভুলে যায়।
সেই দুঃখ নদীর জল
সাঁতার দিয়ে আমি
তোমার কূলে দাঁড়ালাম।
আমি স্বপ্নে হারিয়ে
দুহাত বাড়িয়ে, হৃদয় তোমাকে দিলাম।
আমি পাথরের পাষানে ফুল ফোটাতে
কতো না বৃষ্টি হলাম
এই বরষা শ্রাবণে তোমাকে পেয়েছি
রেখেছি মনেরই দাম।।