
Bondi Charidike Lyrics
- Genre:Rock
- Year of Release:2024
Lyrics
আমার মন আকাশে উড়ে
বাতাসে নড়ে নড়ে
আমার মন গিটারের সুরে
বাহিরে ঘুরে ঘুরে
আমি বন্দী চারিদিকে
অন্য এক খেয়ালে
ইচ্ছের আড়ালে তুমি দাঁড়ালে
আমার অন্তরালে
সুরে সুরে ঘুরে ঘুরে
সুরে সুরে ঘুরে ঘুরে
আমি বন্দী কোনো পাখি
জানালায় মেঘ দেখি
আমি সুখী আমি সুখী
যখন নিজেকে ভাবি
আমি বন্দী চারিদিকে
অন্য এক খেয়ালে
ইচ্ছের আড়ালে তুমি দাঁড়ালে
আমার অন্তরালে
সুরে সুরে ঘুরে ঘুরে
সুরে সুরে ঘুরে ঘুরে
আমি দাঁড়িয়ে ব্যাচেলর ছাঁদে
ঝরে পড়ি পাতার ফাঁকে
চার পাঁচটা চিল উড়ে
আমার মাথার ভেতরে
সুরে সুরে ঘুরে ঘুরে
সুরে সুরে ঘুরে ঘুরে