![Pochish Bochhor](https://source.boomplaymusic.com/group10/M00/02/10/5daa73c3128843aba1e3de37872221c2_464_464.jpg)
Pochish Bochhor Lyrics
- Genre:Rock
- Year of Release:2024
Lyrics
আমি যদি পঁচিশ বছর বাঁচতাম রে
তবে তোমার কাছে আসতাম না
তোমায় ভালোবাসতাম না
কেন আমি পৃথিবীতে আসলাম রে
কিসের আশায় তোমায় ভালোবাসলাম রে
আমি যদি জন্মের আগে মরতাম রে
তবে তোমার দেখা পাইতাম না
তোমার ভালোবাসতাম না
কেন আমি পৃথিবীতে আসলাম রে
কিসের আশায় তোমায় ভালোবাসলাম রে
তবু কেন এতো মায়া রে
আমায় বেঁধে সুতো গিট খায়
আমার বেঁধে সুতো গিট খায়
প্রতি স্টেশন থামি কার আশায় রে
তোমার স্টেশন কখনো তো আসেনা
আমি যদি পঁচিশ বছর বাঁচতাম রে
তবে তোমার কাছে আসতাম না
তোমায় ভালোবাসতাম না
কেন আমি পৃথিবীতে আসলাম রে
কিসের আশায় তোমায় ভালোবাসলাম রে