![Bus Sohokari](https://source.boomplaymusic.com/group10/M00/02/10/5daa73c3128843aba1e3de37872221c2_464_464.jpg)
Bus Sohokari Lyrics
- Genre:Rock
- Year of Release:2024
Lyrics
কুয়াশার চাদরে ঢাকা এই শহরে
দেখলাম তোমাকে রাস্তার মোড়েতে
ভেজা ভেজা ঘাসেতে জমে থাকা শিশিরে
তোমার ছাপ ফেলছো শিল্পীর তুলিতে
কাঁপা কাঁপা গলাতে ডাকবো যে তোমাকে
কেন চোখ মেলে তুমি দেখলেনা আমাকে
জানালার কাঁচ দিয়ে দেখছি তোমাকে
বাসটাও কেমন যেন আছে দাঁড়িয়ে
আমি বাসেতে একা
আধো ঘুমেতে বাঁকা
কল্পনায় কাকে দেখি
তুমি নাকি বাস সহকারী
গোলাপের দোকানে শাহবাগ মোড়েতে
দেখলাম তোমাকে আছো যে সেখানে
আমিও যাচ্ছি তোমার পেছনে
জানিনা কপালে কোন যে শনি আছে
ডাকলাম তোমাকে নামটাও জানিনা যে
কি নাম তাও তা বলোনি যে আগে
ফিরে তাকালে হাতটাও দিলে তুলে
এই দৌড়ে পালাবো শু টাই খুলে ফেলে
আমি বাসেতে একা
আধো ঘুমেতে বাঁকা
কল্পনায় কাকে দেখি
তুমি নাকি বাস সহকারী
আমি বাসেতে একা
আধো ঘুমেতে বাঁকা
কল্পনায় কাকে দেখি
তুমি নাকি বাস সহকারী