![Akasher Dike Takiye Tumi](https://source.boomplaymusic.com/group10/M00/02/10/5daa73c3128843aba1e3de37872221c2_464_464.jpg)
Akasher Dike Takiye Tumi Lyrics
- Genre:Rock
- Year of Release:2024
Lyrics
আকাশের দিকে তাকিয়ে তুমি
আকাশের দিকে তাকিয়ে তুমি
নাম ধরে ডেকো আমায়
ভুলে যাও সব পুরোনো বিকেল
কোন ক্লান্ত পাখির ডানায়
নির্জীব একা হয়ে তুমি
নাম ধরে ডেকো আমায়
ভুলে যাও সব মেট্রোট্রেনের
লুকিয়ে হাত ধরা তোমার
প্রখর রোদে পুড়ে আমি দাঁড়িয়ে একা
ছাই হয়ে নীরবে উড়ে যাই
আকাশের নীচে থেকো তুমি
বিস্তৃত ছায়াতলে
ভুলে যাও সব আমার কথা
পুরোনো কোন ল্যাটিন গানে
ভুলে যাও সব পুরোনো গান
ভুলে যাও সব পিছুটান
শুধু মাঝরাতে একা হলে
তুমি নাম ধরে ডেকো আমায়