Eid Mubarak Eid Lyrics
- Genre:Country
- Year of Release:2023
Lyrics
বছর ঘুরে এলো ফিরে ঈদেরই খুশি
মাস্তি করি সবাই মোরা নাই রেষারেষি
বছর ঘুরে এলো ফিরে ঈদেরই খুশি
মাস্তি করি সবাই মোরা নাই রেষারেষি
খুশিরি মেজাজে, যাব যে নামাজে
খুশিরই মেজাজে, যাব যে নামাজে
মসজিদে গাইবে নাশিদ
ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ
আতর, সুরমা পাঞ্জাবি পড়ে
সেমাই ফিরনি খাব ঘরে ঘরে
আতর, সুরমা পাঞ্জাবি পড়ে
সেমাই ফিরনি খাব ঘরে ঘরে
ঈদের সালামী নিয়ে ঘোরাঘুরি হবে
দুর হবে ভেদাভেদ আজ ধনি আর গরিবে
ঈদের হাওয়াতে, যাব যে দাওয়াতে
ঈদের হাওয়াতে, যাব যে দাওয়াতে
হয়ে ইসলামের মুরিদ
ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ
ঈদের বার্তা নিয়ে চাঁদ উঠেছে
খুশির জোয়ারে আজ বাঁধ ভেঙেছে
ঈদের বার্তা নিয়ে চাঁদ উঠেছে
খুশির জোয়ারে আজ বাঁধ ভেঙেছে
জমে উঠেছে ঈদ সব পাড়াতে
কাটছে সময় সবার সাথে
খুশিরি মেজাজে, যাব যে নামাজে
খুশিরি মেজাজে, যাব যে নামাজে
মসজিদে গাইবে নশিদ
ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ