Vai Bon (Remastered) ft. Suraiya Akter Saifa Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
ভাইয়া তুমি থাকলে পাশে
চাই না কিছু আর
তুমি আমার প্রভুর দেয়া
শ্রেষ্ঠ উপহার
ভাইয়া তুমি থাকলে পাশে
চাই না কিছু আর
তুমি আমার প্রভুর দেয়া
শ্রেষ্ঠ উপহার
তুই যে আমার বেঁচে থাকার অনুভূতি যত
একটু চোখের আড়াল হলে
হৃদয়টা হয় ক্ষত
লাখের মাঝেও তোর মতো বোন
একটাও নেই আর
ভাইয়া তুমি থাকলে পাশে
চাই না কিছু আর
তুমি আমার প্রভুর দেয়া
শ্রেষ্ঠ উপহার
ভাইয়া ও ভাইয়া
তুমি ছাড়া কে শোনাতো
গল্প ছড়া গান
কার সাথে রোজ বকা খেয়ে
করতাম অভিমান
জানিস না বোন তোকে আমি
কতো ভালোবাসি
তোর ব্যথাতে ব্যথিত হই
তোর খুশিতে হাসি
ভাইয়া তুমি ভালো থেকো
এ দোয়াই আমার
লাখের মাঝেও তোর মতো বোন
একটাও নেই আর
ভাইয়া তুমি থাকলে পাশে
চাই না কিছু আর
তুমি আমার প্রভুর দেয়া
শ্রেষ্ঠ উপহার
তুই ছাড়া বোন কে দেখাতো
মিষ্টি হাতের লেখা
খেলার সাথি থাকতো না কেউ
হতাম চির একা
ভাইয়া তোমার আদর মাখা
ডাক যে সুমধুর
তোমার আদর ভালোবাসায়
সব ব্যথা হয় দূর
জনমজনম থাকিস পাশে
বোন রে কলিজার
লাখের মাঝেও তোর মতো বোন
একটাও নেই আর
ভাইয়া তুমি থাকলে পাশে
চাই না কিছু আর
তুমি আমার প্রভুর দেয়া
শ্রেষ্ঠ উপহার