La Sharikallah Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
তোমার নামটি কত মধুর ডাকলে হৃদয় ভরে যায়
তোমার দয়ায় স্নেহ মায়ায় বেচে আছি এধরায়
তুমি মালিক তুমি খালিক লা শারিক আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ তুমি লা শারিক আল্লাহ
না চাওয়াতে বুঝতে পারো মনের কথা সব তুমি
রহমতের বাতাস দিয়ে হিম করো হৃদয় ভুমি
তুমি রাহিম তুমি কারিম লা শারিক আল্লাহ
এই দুনিয়ায় সব খানে দাও তোমার রহম ছড়িয়ে
পথ ভোলাদের দাও গো দিশা প্রেম মমতায় জড়িয়ে
তুমি গফুর তুমি সবুর লা শারিক আল্লাহ
তোমার নামটি কত মধুর ডাকলে হৃদয় ভরে যায়
তোমার দয়ায় স্নেহ মায়ায় বেচে আছি এধরায়
তুমি মালিক তুমি খালিক লা শারিক আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ তুমি লা শারিক আল্লাহ