Sharthopor Lyrics
- Genre:Folk
- Year of Release:2023
Lyrics
আপন ভাইবা তুমি যারে
বসাইতাছো হৃদ মাঝারে
সাধ করিয়া যার লাগিয়া
সাধ করিয়া যার লাগিয়া
বানাইতাছো ঘর
স্বার্থ শেষে মিষ্টি হেসে
সেই করিবে পর
স্বার্থ পাগল দুনিয়াতে
সবাই স্বার্থপর
আপন ভাইবা তুমি যারে
বসাইতাছো হৃদ মাঝারে
সাধ করিয়া যার লাগিয়া
সাধ করিয়া যার লাগিয়া
বানাইতাছো ঘর
স্বার্থ শেষে মিষ্টি হেসে
সেই করিবে পর
স্বার্থ পাগল দুনিয়াতে
সবাই স্বার্থপর
স্বার্থ পাগল দুনিয়াতে
সবাই স্বার্থপর
দুধ কলাতে যারে তুমি
মানাইতে চাও পোষ
সেই তো মারবে ছোবল তোমায়
খুজবে তোমার দোষ
দুধ কলাতে যারে তুমি
মানাইতে চাও পোষ
সেই তো মারবে ছোবল তোমায়
খুজবে তোমার দোষ
বিশ্বাসের ঘর করবে চুরি
বিশ্বাসের ঘর করবে চুরি
ভাঙবে আশার চর
স্বার্থ পাগল দুনিয়াতে
সবাই স্বার্থপর
স্বার্থ পাগল দুনিয়াতে
সবাই স্বার্থপর
সুদ আসলে পাইবা ফেরত
বাসলে ভালো অতি
লাভের আশায় সুখ খুঁজিবে
কইরা তোমার ক্ষতি
সুদ আসলে পাইবা ফেরত
বাসলে ভালো অতি
লাভের আশায় সুখ খুঁজিবে
কইরা তোমার ক্ষতি
নিজের হিসাব ষোল আনা
নিজের হিসাব ষোল আনা
করবে বরাবর
স্বার্থ পাগল দুনিয়াতে
সবাই স্বার্থপর
স্বার্থ পাগল দুনিয়াতে
সবাই স্বার্থপর