Rongin Ghuri Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2022
Lyrics
তুমি কি আমার মন আকাশে
রঙিন ঘুড়ি হবে
তুমি কি আমার একটা বিকেল
পথের সাথী হবে॥
রবে কি বলো পাশাপাশি
আপন করে ভালোবাসি॥
হবে কি বলো দখিনা হাওয়া
ছুঁয়ে দেবে হৃদয়ে দোলা॥
হবে কি বলো সুখের চাদর
জড়িয়ে রবে সারাবেলা
হবে কি বলো ভাবনা আমার
চাওয়া পাওয়া আছে যত॥
হবে কি বলো স্বপ্ন আমার
বাসবে ভালো অবিরত