Meghla Mone Rode Lyrics
- Genre:Holiday
- Year of Release:2019
Lyrics
তুমি তাকালেই মেঘলা মনে
রৌদ্র হেসে উঠে
তুমি তাকালেই মন বাগানে
ফুল গুলো সব ফোটে
তুমি তাকালেই অন্য কিছু
ভাল্লাগেনা মোটে
আরে তাইতো আমার পাগল এ মন
তোমার পিছু ছুটে
তুমি তাকালেই হাওয়ায় হাওয়ায়
প্রেম এসে ছুঁয়ে দেয়
মিষ্টি করে ,দুষ্ট প্রেমের
কাব্য লিখে যায়
তুমি তাকালেই মনের বনে
প্রেমের ফাগুন আসে
ইচ্ছে নদী,নিরবধী
তোমায় নিয়ে ভাসে
তুমি তাকালেই হয়ে যাই আমি
তোমার প্রেমের কবি
ঠিক না বেঠিক
দিক না বেদিক
ভুলে যাই সবই
তুমি তাকালেই পাই খুঁজে
আমি তোমাকে আমাতে
মনের জমীন ভিজে ওঠে
তোমার ভাষাতে