Premer Khame ft. Nancy Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2023
Lyrics
কিছু কথাকলি হয়েছে জমা
বলবো বলে তোমায়
এই মনের কোনে গোপনে যতনে
স্বপ্ন গুলো সাজাই
এলোমেলো ভাবনাগুলো
কত প্রেম এঁকে দিলো
আঁচল ভরে স্বপ্ন নিলাম
আমি তোমার নামে
প্রেমের খামে
একটা চিঠি পাঠালাম।।
মনেরই জানালায়
রয়েছি খুলে হায়
উড়ো চিঠি পাবো বলে
না বলা কথা সব
আর কিছু অনুভব
আসে যদি প্রেমের ছলে।।
কবিতায় রং ছড়ায়
কত প্রেম কত মায়ায়
তোমার প্রেমের আবেশ ছড়ায়
খেয়ালে জড়ালে
মনেতে মিশে গেলে
কখন কিভাবে বুঝিনি হায়