Quraner Moha Sur Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2021
Lyrics
কোরানের মহা সুর শুনে সেদিন
যেমন গলেছিলো ওমরের মন
তেমনি করে তুমি দাও গলিয়ে
বিপথগামী যত মানুষের মন
আ.....আ.....
ওরা তো কোরআন পড়ে না
বোঝেনা তো তার মর্মবাণী
আঁধারের পথে তাই বারবার
আলেয়া ওদের নেয় যে টানি
তবুও আদরের ফুল ঝরিয়ে
হেফাজত করো তুমি সারাক্ষণ
কোরানের আহবানে পাগল পারা
কিশোর প্রেমিক হযরত আলী
রাসূলের সাথে যে গড়েছিলো
চিরকালের ঐ মিতালী
আ....আ....
কোরানের পরশ পেয়ে
সিদ্দিকে আকবার জিন্নুরাইন
অনায়াসে ভুলেছিলো
মানুষের মন গড়া ভ্রষ্ট আইন
তেমনি বিশুদ্ধ করো আমাদের
কালেমা ভরা হৃদয় ও মনন