Dukher Adhar Seshe Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
দুঃখের আঁধার শেষে আলোর প্রভাত হাসে
হতাশার কালো মেঘে যায় গো ভেসে॥
কুরআনের পাতায় পাতায় দেখো
ঈমানের পথ ঢাকা ব্যথার কাটায়
ভেঙ্গে পড়ো না কভু হতাশ হয়ে
জ্বলে পুড়ে খাটি সোনা হও গো শেষে॥
জীবনের বাঁকে বাঁকে দেবে
আজাজিল ধোঁকা শত রঙ্গিন ফাঁদে
রাসুলের পথ চিনে নিও তুমি
সফলতা চাও যদি অবশেষে॥
ক্ষণিকের চাওয়া পাওয়া ভুলে
ফিরদাউসের পথে চল এগিয়ে
মুক্তির মাঞ্জিল পাবে খুঁজে
ঠাঁই পাবে জান্নাতে অনায়াসে॥