Oshru Na Jhorle Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
অশ্রু না ঝরলে বুঝবে কি ভাবে বলো
একটি হাসির কতো দাম ?
দুঃখের সাগরে না ভাসলে কি ভাবে বলো
জানবে সুখের কি আরাম ?
যদি সঙ্কটে না ধরে চিরদিন তোমারে
বুঝবে কি করে এই জীবন মানে সংগ্রাম।।
নিজেই নিজেরে সবরের মাঝে রেখে
গড়ে নিতে হয়।
কখনো আবারও জেতার তাগিদে কভু
হেরে যেতে হয়।
যদি ব্যার্থতা না আসে নিন্দুক না হাসে
সাফল্য আসবে কি তোমার লাগাম ।।
যদি আঁধারই বা না থাকে
এ আলোর মূল্য কি বলো
বহু পথ আছে হায়
পথ ভুলে যাও তাই
পিছুটান পিছে ফেলে চলো।
অপবাদ গালাগালি কুৎসা রটালে কভু
থেমে যেতে নেই।
প্রেরনা প্রণোদনা খুঁজে নিতে হয় সদা
তার ভেতরেই
যদি বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে
ছড়াবে কিভাবে বলো তোমার সুনাম।।