![Ek Brishtite](https://source.boomplaymusic.com/group10/M00/06/03/677145db764c44bdbd5fe671662f3bc4_464_464.jpg)
Ek Brishtite Lyrics
- Genre:New Age
- Year of Release:2019
Lyrics
এক বৃষ্টিতে তোমায় ভেবে
এ মনটা কেন উদাস হল
তোমার উপস্থিতি যেন মনে বৃষ্টি
কোথায় যেন একটা মিল খুঁজে পেল
মাতাল হল পাগল হল
এক বৃষ্টিতে তোমার খোঁজে
কোন খেয়ালে মন
দু চোখ বুজে
বৃষ্টি হলে শূন্য ঘরে
মন কিভাবে রইবে বল