Purnima Chad ft. Naquib Khan Lyrics
- Genre:New Age
- Year of Release:2024
Lyrics
ওগো পূর্ণিমা চাঁদ আকাশে তোমায় দেখে
একাকী গভীর রাতে নির্ঘুম দুটি চোখে
হাজারো স্মৃতির ভিরে প্রশ্ন জাগে মনে
কেনো কলঙ্ক ছড়ালে তুমি আমাকে ঘিরে
বেদনায় নীল হয়ে যাওয়া এই অন্তরে
যখন নিজের সাথে চলেছি যুদ্ধ করে
এই জোছনা ভরা রাতে বলোনা আমাকে
চাঁদের ও কলঙ্ক আছে কেনো লোকে বলে
ঘন কালো মেঘগুলো চাঁদকে আড়াল করে
যেন অন্ধকারে ঢাকে কলঙ্কতা
আমি ভাবি তুমি কি মেঘের মত এসে
এঁকে দিতে পার মিছে এ কলঙ্ক আমার