![Baba Tumi Amar ft. Rafiqul Alam](https://source.boomplaymusic.com/group10/M00/06/17/79aa00b271d04453b0c8a8a0f26d16d4_464_464.jpg)
Baba Tumi Amar ft. Rafiqul Alam Lyrics
- Genre:New Age
- Year of Release:2024
Lyrics
বাবা তুমি আমার কত ভালোবাসার
বাবা তুমি আমার কত ভালোলাগার
বাবা আমার বাবা
বাবা ও মোর বাবা
তুমি আমার চলার পথ তুমি আমার প্রেরণা
হাতটা ধরে তোমার পাশে থাকব চিরকাল
সোনা মা তোকে ভালোবাসি
বাবা ও মোর বাবা
তুই আমার জীবনের সবটুকু পাওয়া
তুই আমার সবচেয়ে আদরের ধন
কখনো যদি থেমে যায় আমার এ জীবন
স্মৃতি হয়ে থাকবে আমাদের এই বন্ধন
সোনা মা তোকে ভালোবাসি
বাবা ও মোর বাবা
তুমি যে আমার আদর্শ তুমি যে আমার শুভময়
আমি যেন তোমার মতো হতে পারি বাবা
সোনা মা তোকে ভালোবাসি
বাবা ও মোর বাবা