Tumi Apon Vabo Kare Lyrics
- Genre:Folk
- Year of Release:2025
Lyrics
তুমি আপন ভাবো কারে রে
বিশ্বাস করো কারে
আপন মানুষ মারলো কুড়াল
বুকের ও উপরে। (২)
বিশ্বাস কইরা তুমি যারে
রাখছো তোমার বুকে ধরে
তোমায় ছেড়ে সেই মানুষ আজ
ঘুমায় কার ঘরে। (২)
১) যারে এতো ভাল বাসলা
দিয়া মনো প্রান
কখনো কি ভেবে ছিলা
সে এতোই বেঈমান। (২)
ভাল বাইসা পুষলা যারে
দুগ্ধ কলা দিয়া
কাল সাপ হইয়া সেই তোমারে
ছোবল দিলো রে।।
২)স্বার্থের লাগি কেউ কখনো
এক চুল ছাড়ে না,
কারো মন ভাইঙ্গা দিতে
মায়া ও লাগে না। (২)
আপন মানুষ হইয়া যায় পর
একদিন ও না লয় রে খবর,
সুখে থাইকা হাসে মুখে
কান্দঁইয়া তোমারে।।।