AMI KAR MAYAY GOR BANDI Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
আমি কার মায়ায় ঘর বান্ধি....
বন্ধু আমার এত পাষাণ
পাথর হইয়া কান্দি.....।।
এক মায়ায় পড়িয়া বন্ধু
আরেক মায়ায় বাধলো ঘর,
আপন হইতে হইতে আমি
হইয়া গেলাম পর....।।
রং বদলানো যার স্বভাব সে হয় না কখনও বন্দী...।।
আন্ধার ঘরে কতজনে এখন
জ্বালাইতে চায় আলো,
আমার অন্তর তোর পীরিতে
কয়লার মতই কালো.......।।
রং বদলানো যার হয় স্বভাব সে কি হয় কখনও বন্দী.।।