Mawla Re Lyrics
- Genre:Folk
- Year of Release:2025
Lyrics
গানের কথাঃ-
মাওলা, ও মাওলা রে
ভবে এমন কোন জায়গা নাই
যে জায়গায় তুমি নাই।
তুমি চক্ষু দিলা সব দেখিতে
তোমায় দেখতে দিলা না।
আজও তোমার লীলা বুঝলাম না।
১) মাটির একটা মানুষ গড়ছো
হইয়া কারিগর।
বিবেক দিলা বুদ্ধি দিলা
তুমি তার ভিতর। (২)
তুমি খাইতে দিলা পরতে দিলা
তোমার সৃষ্টি বুঝতে দিলা।।
তোমায় দেখতে দিলা না।।
২) অপরুপ তোমার লীলা
বোঝা বড় দায়
এমন কিছু নাই রে বাকি
তুমি দেও নাই। (২)
তুমি আচার দিলা বিচার দিলা
তোমায় ডাকতে কন্ঠ দিলা
কত ডাকা ডাকলাম আমি
সারা তুমি দিলা না।।