Mon Vangar Bichar Dibo Kare Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
মন ভাঙ্গার বিচার দিব কারে
স্থায়ি
আমার মন ভাঙ্গার বিচার দিব কারে
মন ভাঙ্গার বিচার দিব কারে
আমার মন ভাঙ্গার বিচার দিব কারে
মন ভাঙ্গার বিচার দিব কারে
আদর যতন কইরা যারে
বাসিলাম ভাল
সে তো আমা ভুল বুঝিয়া
দুরে চইলা গেল
আমার মন ভাঙ্গার বিচার দিব কারে
মন ভাঙ্গার বিচার দিব কারে
অন্তরা
বুঝি নাইরে ঐ পাষানি
ভাঙ্গবে আমার মন
না বুঝিয়া কতোই তারে
করিতাম যতন
বুঝি নাইরে ঐ পাষানি
ভাঙ্গবে আমার মন
না বুঝিয়া কতোই তারে
করিতাম যতন
ভালবাসলে কাদতে হবে
বুঝি নাই আগে ,রে
বুঝি নাই আগে
আমার মন ভাঙ্গার বিচার দিব কারে
মন ভাঙ্গার বিচার দিব কারে
২য় অন্তরা
ঐ পাষানির মনে ছিল
শুধু বেঈমানি
তাইতো সে কইরা গেল
প্রেমের কুলখানি
ঐ পাষানির মনে ছিল
শুধু বেঈমানি
তাইতো সে কইরা গেল
প্রেমের কুলখানি
ভালবাসলে কাদঁতে হবে
বুঝি নাই আগে রে
বুঝি নাই আগে
আমার মন ভাঙ্গার বিচার দিব কারে
মন ভাঙ্গার বিচার দিব কারে