Ato Kosto Ami Ar Soite Parina Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
এত কস্ট আমি আর সইতে পারি নারে
স্থায়ি
এত কস্ট আমি আর
সইতে পারি নারে
এত কস্ট আমি আর
সইতে পারি নারে
ভুইলা গেছি এখন দয়াল
আমি আমারে
ভুইলা গেছি এখন দয়াল
আমি আমারে
অন্তরা
দিবানিশি কত কথা
কইতো আমার সনে
আমারে নাকি রাখছে সে
তার মনের গহিনে
ও দিবানিশি কত কথা
কইতো আমার সনে
আমারে নাকি রাখছে সে
তার মনের গহিনে
সব কথা সে মিছা কইরা
গেলো আমায় ছেরে
ভুইলা গেছি এখন দয়াল
আমি আমারে
২য় অন্তরা
সারাজিবন চলছি আমি
বুকে নিয়ে জ্বালা
কেন রে পাষান খেললো
এমন নিঠুর খেলা
সারাজিবন চলছি আমি
বুকে নিয়ে জ্বালা
কেন রে পাষান খেললো
এমন নিঠুর খেলা,
তার ছলনায় এত জ্বালা
আগে বুঝতে পারি নাইরে
তার ছলনায় এত জ্বালা
আগে বুঝতে পারি নাইরে
ভুইলা গেছি এখন দয়াল
আমি আমারে
ভুইলা গেছি এখন দয়াল
আমি আমারে