Dubachi Jei Jole Ami Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
গানঃডুবেছি যেই জলে আমি
গিতিকারঃআরিফুল ইসলাম
স্থায়ি
ডুবেছি যেই জলে আমি
ডুবিবে সেই জলেও তুমি
ডুবেছি যেই জলে আমি
ডুবিবে সেই জলেও তুমি,
দুদিন আগে দুদিন পরে
দুদিন আগে দুদিন পরে
নিয়তি কাউরে নাহি
কভু ক্ষমা করে রে
কভু ক্ষমা করে
ডুবেছি যেই জলে আমি
ডুবিবে সেই জলেও তুমি
প্রথম অন্তরা
একই পাপে ছিলাম পাপি
করিলা তুমি চালাকি
পাইলাম সাজা আমি কেবল
তুমি পার পেলে কইরা ছল
একই পাপে ছিলাম পাপি
করিলা তুমি চালাকি
পাইলাম সাজা আমি কেবল
তুমি পার পেলে কইরা ছল
মনের খবর রাখে অন্তরগামি
নিয়তির কাছে সবাই হয়রে আসামি রে
হয়রে আসামি
ডুবেছি যেই জলে আমি
ডুবিবে সেই জলেও তুমি
২য় অন্তরা
এই আমারে কইরা দোষী
পরাইলা কলঙ্কের ফাষি
জীবনটারে নষ্ট করলা
দিয়া মিথ্যা প্রেমের হাসি
এই আমারে কইরা দোষী
পরাইলা কলঙ্কের ফাষি
জীবনটারে নষ্ট করলা
দিয়া মিথ্যা প্রেমের হাসি
এখন তুমি হইলা বহু দামি
করোনা তো আমার সনে
আর পাগলামি রে
আর পাগলামি
ডুবেছি যেই জলে আমি
ডুবিবে সেই জলেও তুমি