Jei Rup Loia Borai Koro Re Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
যে রূপ লইয়া বড়াই করো রে, বেইমান
যে রূপ লইয়া বড়াই করো রে, বেইমান
সে রূপ হয়তো নাই আমার
সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার
জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার
যে রূপ লইয়া বড়াই করো রে, বেইমান
সে রূপ হয়তো নাই আমার
সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার
জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার
রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো
মনের বদলে মন চাহিয়া বিফল সবই গেল
রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো
মনের বদলে মন চাহিয়া বিফল সবই গেল
একদিন তুমি বুঝবে ঠিকই রে, বেইমান
একদিন তুমি বুঝবে ঠিকই রে, বেইমান
সার হইবে চোখে আন্ধার
সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার
জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার
সুন্দর মুখের আড়ালেতে অসুন্দর এক মন
বড়ো দেরি হইলো আমার বুঝিলাম যখন
সুন্দর মুখের আড়ালেতে অসুন্দর এক মন
বড়ো দেরি হইলো আমার বুঝিলাম যখন
আমারে আঘাত করিয়া রে, বেইমান
আমারে আঘাত করিয়া রে, বেইমান
কত সুখী হইবি আর?
সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার
জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার
শেষ কথাটা বলিয়া যাই, শুনো রে, বেইমান
সর্বকূল হারাইয়া একদিন হইবে অপমান
শেষ কথাটা বলিয়া যাই, শুনো রে, বেইমান
সর্বকূল হারাইয়া একদিন হইবে অপমান
জাহাঙ্গীর রানা কয়, বেইমান রে, বেইমান
জাহাঙ্গীর রানা কয়, বেইমান রে, বেইমান
কাঁদবে একদিন বেশুমার।
সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার
জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার