Kab Jhab Kahini (Rap Song) Lyrics
- Genre:Hip Hop & Rap
- Year of Release:2024
Lyrics
হেই অসুস্থ নাগরিক
জাতে মাতাল তালে ঠিক।
বলতে চাইছিলাম না কিন্তু তোমাদের কিছু কথা বলাই লাগে।
শুরু করব নাকি?
ওই হোন কাবজাব কাহিনী কম কম করে কর
নাইলে কানের নিচে হালায় তোরা খাইয়া যাবি চোর।
এটা মাইমেনসিংহের সিটি মাইয়া দেখলে বাজে না ছিটি
আমগোরে দেখলে তাগর মনে থাকে না ভয় ভীতি।
আমরা ময়মনসিংহের পোলা ভাইয়া দেখতে ভোলা ভালা
আমগর লগে লাগতে পরে সমাধান পাইবানা
আগে অনেক করছি মারামারি এহন করি না
ওরে ছোট গুলা গরম বেশি লাগতে আহিস না।
বিবিনে যাইবি Tease করতে পাইলে দিব ঘাড়াইয়া
All Time কিছু পোলাপানে ওইনে থাকে দাঁড়াইয়া
এইনে ভালা মানুষের দাম আছে খারাপ মাইনসের না
তোরা সুষ্ঠুভাবে থাক নাইলে এখান থাইকা যা।
এনে মোড়ল বাড়ির কুত্তাও মোড়ল এইডা সবায় জানে
তাই বড় বড় নেতারা সব
আমগোরেই মানে ভাইয়া আমগোরেই টানে
আমগোরেই মানে ভাইয়া আমগোরেই টানে।
তোরা খাটাইয়া মাথার ব্রেন এখন হাতাস খালী ডেরেন
আমরা চাপার বেলায় যেমন তেমন কাজের বেলায় কারেন্ট
পারলে এখন একটুখানি লারা দিয়া দেখেন ভাইয়া
লারা দিয়া দেখেন।
তোরা ল্যাদা গ্যাদা পোলাপান পুটকিত নাই প্যান্ট
পাবলিকের সামনে আইসা দিতে চাস জ্ঞান
আরে হোন তগোর এখন র্যাপে র্যাপে শুনাই
তগোর মতো চেলা এখন রাস্তায় রাস্তায় মানায়।
শঙ্করের মা বুঝলো না কিছু অন্তরে দিলো ব্যথা
বেশি পিরিতে এখন আমার ছিড়া গেছে খেতা।
থাকি চুপ দিছি ডুব উড়তে চাইস না বেশি
হঠাৎ দেখবি জায়গা মত ঢুইকা গেছে কেচি।
ভাব মারছে কাম সারছে পাট লইছে বেড়ার
ওরা তো জানে না আমরা আদিম যুগের ক্যাডার।
এটা ময়মনসিংহ সিটি মাইয়া দেখলে বাজে না ছিটি
আমগোরে দেখলে তাগর মনে থাকে না ভয় ভীতি।
এটা ময়মনসিংহ সিটি ভাইয়া ময়মনসিংহ সিটি।