Aynare Aynare Pakhi Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
আয়নারে আয়নারে পাখি আয়নারে আয়নারে।
আয়নারে আয়নারে পাখি আয়নারে আয়নারে।
কই গেলা পাখি আমার কই গেলা পাখি
সপ্নের মাঝে উড়াল দিয়া তোরে কেন ডাকি।
রাত জাগা পাখি আমার রাত জাগা পাখি
জেগে জেগে আমি কেনো তোর কথা ভাবি।
আমার পাখি, আমার পাখি
তোরে ছাড়া কেমনে আমি একলা যে থাকি।
আমার পাখি, আমার পাখি
তোরে ছাড়া কেমনে আমি একলা যে থাকি।
আয়নারে আয়নারে পাখি আয়নারে আয়নারে।
আমার মনের পাখি দিলো ফাকি মন পিঞ্জিরায় রাখি
একলা একা থাকলোনা সে দিল আমায় ফাকি।
এখন দিন কাটেনা রাত কাটেনা কই গেলো পাখি
তার চোখের আড়াল হইয়া কেমনে আমি থাকি।
আমার পাখি, আমার পাখি
তোরে ছাড়া কেমনে আমি একলা যে থাকি।
আমার পাখি, আমার পাখি
তোরে ছাড়া কেমনে আমি একলা যে থাকি।
ওরে ভাবিস পাখি খুজিস আমায় রাইতেরো তারায়
তোর মায়াটা কাইরা নিল বিষাক্ত ধুয়ায়।
আখসিলি কি আমারে তুই কাঠ পেন্সিল দিয়া।
আবার যত্ন কইরা মুইছা দিলি হাতে রাবার নিয়া।
আমার পাখি, আমার পাখি
তোরে ছাড়া কেমনে আমি একলা যে থাকি।
কই গেলা পাখি আমার কই গেলা পাখি
সপ্নের মাঝে উড়াল দিয়া তোরে কেন ডাকি।
রাত জাগা পাখি আমার রাত জাগা পাখি
জেগে জেগে আমি কেনো তোর কথা ভাবি।
আমার পাখি, আমার পাখি
তোরে ছাড়া কেমনে আমি একলা যে থাকি।
আমার পাখি, আমার পাখি
তোরে ছাড়া কেমনে আমি একলা যে থাকি।