Ghore Probesher Dua - Cartoon Song ft. Mujahidul Islam, Ahnaf Adil Shafee & Mahzuba Muhanni Izafa Lyrics
- Genre:Islamic Music
- Year of Release:2024
Lyrics
ঘরে ঢোকার দোয়া আছে
দোয়াটা কি আছে জানা
দোয়া পড়ে ঢুকলে ঘরে
খুশি হবেন রব্বানা
বিসমিল্লাহি ওয়া লাজনা
ওয়া বিসমিল্লাহি খরাজনা
ওয়া আল্লালাহি রব্বিনা
তাওয়াক কালনা
আল্লাহর নামে ঘরে প্রবেশ করি
আল্লাহর নামে ঘর থেকে বের হই
আমাদের রব এক আল্লাহ তায়ালা
আমরা সবাই তার ভরসায় রই
গৃহবাসি যারা আছে তাদের প্রতি
সালাম জানাতে হবে আদব করে
ঝরবে তবেই রবের রহমত
শান্তির সুবাতাস বইবে ঘরে