Bajare Dhokar Doa ft. Mujahidul Islam, Ahnaf Adil Shafee & Mahzuba Muhanni Izafa Lyrics
- Genre:Islamic Music
- Year of Release:2024
Lyrics
বাজারে বা শপিং মলে
কেনাকাটা করতে গেলে
এই দোয়া পড়তে হবে
পড়লেই সওয়াব পাবে
লা- ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা- শারি-কা লাহু,
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ইউহইয়ু ওয়া ইউমিতু
ওয়া হুয়া আ’লা কুল্লি শাইয়িন ক্বাদির।।
যে পড়িবে এই দোয়া একবার
১০ লাখ নেকী হবে জমা তার
১০ লক্ষ সগিরা গুনাহও হবে মাফ
পড়ো সবে এ দোয়া তবে।।
লা- ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা- শারি-কা লাহু,
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ইউহইয়ু ওয়া ইউমিতু
ওয়া হুয়া আ’লা কুল্লি শাইয়িন ক্বাদির।।
দোয়াতে খুশি হন রহমান
দোয়া কারীর বাড়ে সম্মান
দোয়ার কারণে সে পাবে জান্নাত
সাথি করো দোয়াকে তবে।।