Aynate Mukh Dekhar Doa ft. Jaheen Iqbal, Mujahidul Islam, Ahnaf Adil Shafee & Shafin Hasan Lyrics
- Genre:Islamic Music
- Year of Release:2024
Lyrics
আয়নায় মুখ তুমি দেখবে যখন
এই দোয়াটি পড়বে তখন
আল্লাহুম্মা হাসসানতা খলকি
ফা আহসিন খলকি
আমাদের দেখতে লাগে যত সুন্দর
তার চেয়ে সুন্দর হোক এই অন্তর
তাই এই দোয়া পড়ে আল্লাহর কাছে চাও
আমাদের চরিত্র সুন্দর করে দাও।
আয়না বা মোবাইলে দেখে আমাদের মুখ
খুব খুব ভালো লাগে মনে লাগে সুখ সুখ
তখন পড়তে হবে এই দোয়া বারবার
আমাদের চরিত্র হবে তবে সুন্দর