Notun Korey (Unplugged Version) Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
ধুলোজমা পথে সময় পেরিয়ে
তোমাতে আমি আজ যাব হারিয়ে
ছন্নছাড়া ভাবিনি আমি
জীবনের মাঝে আজ জীবন পেয়েছি!
হেঁয়ালি মনের খেয়ালের আড়ালে
তুমি কখন হাত বাড়ালে
মুঠোফোনে কেঁটে গেছে কত রাত
চলো আজ আমরা সকাল দেখি
ওই পাহাড়ের চূড়ায় মেঘের পরে যে সূর্য হাসে
তা তোমার আমার
একাকী এই আমি
হারিয়ে সব যখন তোমাকে
পেয়েছি জীবনে
আমার হেসেছে নতুন করে আবার
হেঁয়ালি মনের খেয়ালের আড়ালে
তুমি কখন হাত বাড়ালে
মুঠোফোনে কেঁটে গেছে কত রাত
চলো আজ আমরা সকাল দেখি
ওই পাহাড়ের চূড়ায় মেঘের পরে যে সূর্য হাসে
তা তোমার আমার