Dhongsher Gaan Lyrics
- Genre:Metal
- Year of Release:2022
Lyrics
মুখোশের আড়ালে থেকে দেখি সবই
কতদিন এভাবে যাবে ভাবি আমি
আদর্শ হারিয়ে পশুর মত হিংস্র সমাজ
কোথায় তোমার চেতনার মাতৃভুমি
আমারাই বিকৃত সমাজের নির্বোধ শ্রোতা
আমরাই সকল জটিলতার নির্বাক ভোক্তা
তোমরাই আমাদের থেকে অভিন্ন কিছুনা
শোনো ধ্বংসের গান
রাগ ক্ষোভ আর হিংসা ভালবাসার
নেই কোনো স্থান
মানুষের এই জগতে মনুষত্বের
নেই কোনো ঘ্রান
লোভের নেশায় মাতাল সবাই
চাই চাই চাই শুধু আরো চাই
দূষিত পৃথিবীর বাতাসে
ধ্বংসের ঘ্রাণ যেন পাই
নিষ্ঠুর এই বাস্তবতা ফেলে রেখে
অহমের সব মায়াজাল ছিড়ে দিয়ে
সকল ঘৃণাকে পরাজিত করে
প্রতিবাদ হোক আজ এই গানের সুরে
রাগ ক্ষোভ আর হিংসা ভালবাসার
নেই কোনো স্থান
মানুষের এই জগতে মনুষত্বের
নেই কোনো ঘ্রান