![Nirbak Isshor](https://source.boomplaymusic.com/group10/M00/10/29/e2de0e57f8704fc7bb27705cbe37338f_464_464.jpg)
Nirbak Isshor Lyrics
- Genre:Metal
- Year of Release:2022
Lyrics
আমার ভেতরে এক
পশু কাঁদছে বসে
এক অবাক শিশু রক্তে মিশে জন্মেছে
ডাস্টবিনে
কেন ভারী আজ
খবরের কাগজ তার ছবিতে
জন্ম কি তার বোঝা ছিল
কারো ঘাড়ে
আমার ভেতরে এক
পশু কাঁদছে বসে
এক অবাক শিশু রক্তে মিশে জন্মেছে
ডাস্টবিনে
তার পিতা কে
তার মাতা কে
কোন সে অমানুষ
উত্তর দাও
হে ঈশ্বর
কোন অবেলায় কোন আলেয়ায়
অমানুষের মিলনে
কলঙ্কের সে রাঙানো
পবিত্র একটা ফুল
তার কি ভুল
তার পিতা কে
তার মাতা কে
কোন সে অমানুষ
উত্তর দাও
হে ঈশ্বর