Doyar Sagor Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
দয়ার সাগর ওগো প্রভু
দয়া করো আমারে
দুনিয়ার সুখ চাইনা প্রভু
চাই যে শুধু তোমারে
শ্রেষ্ঠ নবীর উম্মত আমি
তোমার দয়াতে
ক্ষমা করে দিও আমায়
কঠিন রোজ হাসরে
পরকালে এই পাপীরে
জান্নাত বাসী করে
তোমার দয়ায় রেখো প্রভু
অনন্তকাল ধরে