Jar Keu Nei Tar Allah Ache Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
যার কেউ নেই
তার আল্লাহ আছে আল্লাহ আছে
কে গরিব কে ধনী
সকলি সমান
মহান ঐ প্রভুর কাছে
আসবেই ঝড়
চলার পথে
ভালো মন্দ সব
প্রভুর হাতে
তার দয়াতেই প্রাণী জগৎ
এখনও বেঁচে আছে
তাকিয়ে দেখো ঐ
আকাশ পানে
মগ্ন গ্রহ তারা
প্রভুর ধ্যানে
তার সমতুল্য এই ভুবনে
আর কে বলো আছে