![Duniya Re](https://source.boomplaymusic.com/group10/M00/02/27/bf4ec73d10454cd59e23c2d676c3b8d9_464_464.jpg)
Duniya Re Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
দুনিয়া রে
তোর মায়াতে পড়ে সবই
গেছি ভুলে রে
যেতে হবে পরপারে
ঐ না কবরে
এসেছিলাম এই ধরাতে
প্রভু তোমার করুনাতে
সেই কথা আজ ভুলে গেছি
ওগো প্রভু রে
ভুলে গিয়ে নামাজ রোজা
বাড়িয়েছি পাপের বোঝা
ক্ষমা করো ক্ষমা করো
এইনা পাপি রে