Ay Chutey Ay (Remian's Theme Song) Lyrics
- Genre:Rock
- Year of Release:2024
Lyrics
ইট সুরকির পথে
ভীরু পায়ে হেঁটে
একটা দরজা খুলে গেল লাল
বাবা-মায়ের ছেলে
অশ্রুটা আড়ালে
সাদা নীলে নতুন গ্রহণকাল
সবুজ ঘাসের মায়া, রৌদ্র এবং ছায়া
বন্ধু হল সবাই সাবার আজ
বন্ধুরা আয় তুলি সবাই
প্রাণেরই আওয়াজ!
আয় ছুটে আয়
প্রাণের আহবানে
আয় ছুটে আয় হৃদয়ের টানে।
আয় ছুটে আয়
প্রাণের আহবানে
আয় ছুটে আয় হৃদয়ের টানে।
একটু করে বড় হয়
বুকে চাপা যত ভয়
বন্ধু তোরাই পাশেই ছিলিস
তাই সব করেছি জয়।
একটু করে বড় হয়
বুকে চাপা যত ভয়
বন্ধু তোরাই পাশেই ছিলিস
তাই সব করেছি জয়।
আয় ছুটে আয়
প্রাণের আহবানে
আয় ছুটে আয় হৃদয়ের টানে।
আয় ছুটে আয়
প্রাণের আহবানে
আয় ছুটে আয় হৃদয়ের টানে।