Dui Meru ft. Hiya Roy Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
ভরবে না মন জেনেও
দেখার আকুতি,
হাজার উপেক্ষা এড়িয়ে
কাছে যাওয়ার মিনতি।
ভরবে না মন জেনেও
দেখার আকুতি,
হাজার উপেক্ষা এড়িয়ে
কাছে যাওয়ার মিনতি
ভরবে না মন জেনেও
দেখার আকুতি
ভেবেছিলাম একই সাথে কাটবে প্রহর
তবে কেনো হলো করুন পরিনতি,
তবুও আবার অর্ঘ নিয়ে
তোরই নামে দিচ্ছি আরতি।
টানাপোড়েন না থাকলে
সে প্রেমের ছন্দ কোথায় রয়?
সোজা রেখায় চাঁদ সূর্য
পৃথিবীতে গ্রহন কিন্তু হয়।
তেমনি করে দুইমেরুর দুজন
বাজতে পারে মধুর সুরে,
তেমনি করে দুইমেরুর দুজন
বাজতে পারে মধুর সুরে।
দেখবি যেদিন না বলা অভিযোগ
গুলি আমলে সে নেয়।
গোপন অভিমানের ভাষা বুঝে
তোর চুলে হাত বুলিয়ে দেয়।
সে মানুষটা পাশে পেলে
রাজ কপাল তোর,
তার বাহুতে চোখ মেলে
হোক নতুন ভোর,
সে মানুষটা পাশে পেলে
রাজ কপাল তোর,
তার বাহুতে চোখ মেলে
হোক নতুন ভোর।
খুজতে গেলে অভিযোগের
পাহাড় খুজে পাবি যে তুই,
তবুও ইচ্ছা আকাশ সম
অভিমান ভুলে তোরই হাত দুটো ছুঁই...
তোরই হাত দুটো ছুঁই
তোরই হাত দুটো ছুঁই।
তেমনি করে দুইমেরুর দুজন
বাজতে পারে মধুর সুরে,
তেমনি করে দুইমেরুর দুজন
বাজতে পারে মধুর সুরে।