Uttor Janina ft. Mahtim Shakib & Tashfia Tasnova Chowdhury Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
ফিকে লাগে সব
তোমার স্পর্শ ছাড়া
ঐ দুহাতে রেখে হাত
হবো ক্লান্তিহারা
আগলে রাখতে চাই তোমায়
মনের ঝুপড়ি ঘরে
তবু থামছে না সময়
যাচ্ছে আমায় ফেলে
এ সময়ের আমি
নাকি সময় আমার
সময় শেষে
উত্তর জানিনা।
এ সময়ের আমি
নাকি সময় আমার
সময় শেষে
উত্তর জানিনা।
রাত পোহানোর বেলায়
তোমার ভাবনা ভাবায়
হারানো দিনের মতো
স্বপ্নরা কি আর হারায়?
রাত পোহানোর বেলায়
তোমার ভাবনা ভাবায়
হারানো দিনের মতো
স্বপ্নরা কি আর হারায়?
তাই আঁকড়ে রাখি তোমায়
আমার এ সীমানায়...
এ সময়ের আমি
নাকি সময় আমার
সময় শেষে
উত্তর জানিনা।
এ সময়ের আমি
নাকি সময় আমার
সময় শেষে
উত্তর জানিনা।
উত্তর জানিনা
উত্তর জানিনা
উত্তর জানিনা।