![Mohakal Noy](https://source.boomplaymusic.com/group10/M00/01/17/1ca812e3753a47c296ec17b892061b29_464_464.jpg)
Mohakal Noy Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
মহাকাল নয় কাব্য লেখায়
আর কিছুক্ষন থাকি
এই কিছুক্ষন বেশ কিছুক্ষন
তোমার চোখেই আঁকি
তোমাতেই যে গল্প শুরু
তোমাতেই হোক শেষ
তোমাতেই শুধু হারিয়ে যাওয়ার
ভীষণ অভ্যেস
আমারও প্রায় স্বপ্ন জাগে
হাজার রঙিন ফানুষ
বেসামাল আমি বসছি ভালো
আমিও তো তাই মানুষ
গৃহস্থালির খেই হারিয়ে
অথৈ জলে ভাসি
হঠাৎ তোমার কপট রাগে
ভীষণ রকম হাসি
তোমার জন্যে ভালোবাসা
আমার দু্'চোখ আঁকে
তোমার জন্যে ভালোবাসা
সজল চোখের বাঁকে
এই কিছুক্ষন বেশ কিছুক্ষন
তোমার আমার হোক
ঠিক তখনি তোমার চোখে
আটকে আমার চোখ
অশ্রুসজল চোখদুটোকে
ঢাকতে গিয়ে হাতে
দিচ্ছি ফাঁকি তোমায় আমি
ধুলোর অজুহাতে
তোমার জন্যে ভালোবাসা
আমার দু্'চোখ আঁকে
তোমার জন্যে ভালোবাসা
সজল চোখের বাঁকে
তোমার জন্যে ভালোবাসা
আমার দু্'চোখ আঁকে
তোমার জন্যে ভালোবাসা
সজল চোখের বাঁকে